অদ্য ৭/৯/২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে(পশ্চিম ভেন্যু) ও রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে(পূর্ব ভেন্যু)৫০তম জাতীয় গ্রীষ্মকালীন খেলার শুভ উদ্ভোধন করেন মোহাম্মদ আতিকুর রহমান প্রধান শিক্ষক ,বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ বিদ্যালয় (পশ্চিম ভেন্যু) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব গোলাম ফারুক,বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া ।